প্রতিদিন ‘খুন’ হচ্ছে পাহাড়

পুরো চট্টগ্রাম নগর মূলত পাহাড়বেষ্টিত এলাকা। তবে এসব পাহাড় কেটে তৈরি করা হচ্ছে বসতঘর। এ কারণে পশুপাখির আবাসস্থল নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে পরিবেশ। এর রয়েছে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব। অন্যদিকে, যত্রতত্র বাড়িঘর তৈরিতে পাহাড়ধসের ঝুঁকি তো রয়েছেই। সাম্প্রতিক বছরগুলোয় বর্ষার সময় পাহাড়ধসে প্রাণহানি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি নগরের বায়েজিদ ও মতিঝরনা এলাকা থেকে ছবিগুলো তোলা।

পাহাড়ি এলাকাজুড়ে গড়ে উঠেছে অবৈধ বসতঘর
পাহাড়ি এলাকাজুড়ে গড়ে উঠেছে অবৈধ বসতঘর
খাড়াভাবে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে স্থাপনা
পাহাড় কেটে তৈরি করা হচ্ছে সড়ক
এত বসতঘর দেখে বোঝার উপায় নেই এটা পাহাড়ি এলাকা
পাহাড়ের চূড়ার পাশে কেটে তৈরি করা হয়েছে ঘরবাড়ি
পাহাড়ে প্রতিদিনই বাড়ছে নতুন নতুন স্থাপনা
দখল করা হয়েছে দুই পাহাড়ে মাঝের স্থানও
চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে সরু পথ
বসতঘর ছাড়া পাহাড়ের অস্তিত্ব চোখে পড়ে না
পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে ঘনবসতি
পাহাড় কেটে দেয়াল তুলে তৈরি করা হচ্ছে প্লট