রাজধানীতে ঝিরিঝিরি বৃষ্টি ঝরছিল বৃহস্পতিবার বিকেল থেকেই। তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। সঙ্গে ছিল বিদ্যুতের ঝলকানি আর বাতাসের দাপট। কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর প্রধান সড়কগুলো। এতে যানবাহন চলাচলে দেখা দেয় সমস্যা, দুর্ভোগে পড়েন নগরবাসী।