আগামী সোমবার ঈদুল আজহা। এরই মধ্যে অনেকেই কোরবানির পশু কিনে ফেলেছেন। অনেকে এখনো হাটে ঢুঁ মারছেন। পশুর খাবার নিয়ে নগরের বিভিন্ন সড়কে বসেছে অস্থায়ী দোকান। সেখানে পাওয়া যাচ্ছে ঘাস, ভুসি, ছোলাসহ বিভিন্ন খাবার। আবার মাংস কাটাকাটির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম হোগলা, খাইট্টা ও ছুরি নিয়েও বসেছে দোকান। অন্যদিকে নগরের মসজিদ প্রাঙ্গণে চলছে ঈদ জামাতের প্রস্তুতি। সব মিলিয়ে নগরের ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে আজ তোলা সেসব ছবি নিয়ে এই ছবির গল্প।