সিরাজগঞ্জ জেলা সদর ছাড়াও প্রায় নয়টি উপজেলায় তাঁতের কাজ হয়। সেখানে শাড়ি ,লুঙ্গি, গামছা ছাড়াও বাহারি নকশার থ্রি-পিস তৈরি করা হয়। সিরাজগঞ্জ জেলা সদর ছাড়াও শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া, এনায়েতপুর, পাঁচিলসহ বেশ কয়েকটি স্থানে বসে এই কাপড়ের হাট। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার—দুই দিন বসে তাঁত কাপড়ের হাট। চলে কেনা-বেচা। ছবিগুলো গত সোমবার সকালে সিরাজগঞ্জ হাট থেকে তোলা।