প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সন্তানদের সুস্থ করে বাড়ি ফিরতে পারবেন কি না, তা নিয়ে অভিভাবকদের চোখেমুখে উৎকণ্ঠা। কেউ জ্বর কমাতে দিচ্ছেন জলপট্টি। আবার কেউ শিশু রোগীদের কোলে করে এদিক-ওদিক ঘুরে একটু আরাম দেওয়ার চেষ্টা করছেন। ছবিগুলো ২০ ও ২১ জুলাই চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তোলা।