গ্রামাঞ্চলে ধান কাটা শেষে ফাঁকা জমি শিশু-কিশোরদের জন্য যেন খেলার মাঠে পরিণত হয়। কখনো ফুটবল, কখনো ক্রিকেট আবার কখনো গোল্লাছুটসহ নানা ধরনের গ্রামীণ খেলাধুলায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। তাদের উচ্ছ্বাস ও দুরন্তপনায় ভরে ওঠে প্রান্তর। সদ্য আমন ধান কাটা জমিতে শীতের সকালে ফুটবল খেলায় মেতে ওঠা একদল শিশু-কিশোরকে নিয়ে এই ছবির গল্প।