ফুটবল পায়ে দুরন্ত কৈশোর

গ্রামাঞ্চলে ধান কাটা শেষে ফাঁকা জমি শিশু-কিশোরদের জন্য যেন খেলার মাঠে পরিণত হয়। কখনো ফুটবল, কখনো ক্রিকেট আবার কখনো গোল্লাছুটসহ নানা ধরনের গ্রামীণ খেলাধুলায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। তাদের উচ্ছ্বাস ও দুরন্তপনায় ভরে ওঠে প্রান্তর। সদ্য আমন ধান কাটা জমিতে শীতের সকালে ফুটবল খেলায় মেতে ওঠা একদল শিশু-কিশোরকে নিয়ে এই ছবির গল্প।

খেলা শুরুর আগে গোলপোস্ট তৈরি করা হচ্ছে
খেলা শুরুর আগে গোলপোস্ট তৈরি করা হচ্ছে
বল নিয়ে ছুটে চলেছে একজন
বল নিয়ে ছুটে চলেছে একজন
চলছে বল দখলের লড়াই
চলছে বল দখলের লড়াই
গোলপোস্ট লক্ষ্য করে লম্বা শট নিচ্ছে একজন
গোল ঠেকাতে সতর্ক অবস্থানে গোলরক্ষক
টানটান উত্তেজনায় চলছে খেলা
গোল করার চেষ্টায় এক পক্ষ
এবং গোল..
ক্রিস্টিয়ানো রোনালদোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন করছে একজন
দলগত উদ্‌যাপন