প্রাণীর প্রতি সদয় হওয়ার বার্তা নিয়ে পাবনায় প্রথমবারের মতো আয়োজিত হলো পাবনা ক্যাট শো ও প্রতিযোগিতা। এই বিড়াল প্রদর্শনীতে দেশি-বিদেশি প্রায় ৭০টি বিড়াল আনা হয়। নানা ঢং ও সাজে যাঁর যাঁর বিড়াল নিয়ে হাজির হন বিভিন্ন বয়সী বিড়ালপ্রেমীরা। অনুষ্ঠানে বিড়াল ছাড়াও বিভিন্ন পশুর ওপর সদয় হওয়ার অনুরোধ জানানো হয়। আজ শুক্রবার পাবনার মেরিল বাইপাস নুরজাহান কনভেনশন সেন্টারে ক্যাট শো অনুষ্ঠিত হয়।