ছবিতে তরমুজের পাইকারি বাজার

পবিত্র রমজান মাসে তরমুজের চাহিদা বাড়ে। চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় এলাকায় পাইকারিতে প্রতিটি তরমুজ আকারভেদে ৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন স্থান থেকে আনা তরমুজ কোতোয়ালি মোড় এলাকায় আড়তে সাজিয়ে রাখা হয়। এখান থেকে ব্যবসায়ীরা তরমুজ কিনে বিভিন্ন বাজারে নিয়ে যান। গতকালের ছবি।

তরমুজ গুনছেন শ্রমিকেরা
তরমুজ গুনছেন শ্রমিকেরা
বড় বড় তরমুজ এসেছে আড়তে
বড় বড় তরমুজ এসেছে আড়তে
তরমুজ গুনে এনে এক জায়গায় জড়ো করা হচ্ছে
তরমুজ গুনে এনে এক জায়গায় জড়ো করা হচ্ছে
তরমুজের আড়তে বসে আছেন ক্রেতা
তরমুজ সাজিয়ে রাখছেন দুই শ্রমিক
তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন একজন
ট্রাকে তোলা হচ্ছে তরমুজ
ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে তরমুজ কেটে সাজিয়ে রাখা হয়েছে
তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন একজন খুচরা বিক্রেতা
দৃষ্টি আকর্ষণের জন্য কেটে রাখা হয়েছে তরমুজ
সাজিয়ে রাখা তরমুজ
তরমুজ দেখছেন একজন খুচরা বিক্রেতা