প্রকৃতিতে এখন শরৎকাল। শরতের নীল আকাশে দিনভর ভেসে বেড়ায় মেঘের ভেলা। ক্ষণে ক্ষণে রূপ বদলায় শরতের আকাশে ভেসে বেড়ানো মেঘ। পড়ন্ত বিকেলে সূর্যের আলো ছড়ায় অপরূপ শোভা। শরতের পড়ন্ত বিকেল সোনা–রং ধারণ করে হাওরপাড়। হাওরে শরতের বিকেল আরও সুন্দর। সিলেট সদরের বাউয়ারকান্দি ও উফতার হাওর এলাকার কিছু ছবি।