তাড়াশের বউমেলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস এলাকায় আজ সকালে শুরু হয়েছে বউমেলা। আগের দিন ছিল মূল মেলা। ভদ্রা নদীর পাড়ে এ মেলা বসে বলে এটি ভাদাই মেলা নামে স্থানীয়ভাবে পরিচিত। মেলাতে যে শুধু বিভিন্ন বাড়ির বউয়েরাই আসেন, এমনটা নয়। নারী, শিশু, পুরুষ সবাই এখানে আসেন। তবে মেলায় আসা বউদের সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার প্রতি বেশি আগ্রহ দেখা যায়। পাশাপাশি নিজের প্রসাধনসামগ্রী ও শিশুদের জন্য খেলনাপাতি কেনেন।

বউমেলায় আসছেন লোকজন।
বউমেলায় আসছেন লোকজন।
নারীদের সাজগোজের জিনিস ঘুরে ঘুরে বিক্রি করছেন এক বিক্রেতা।
মেলায় শিশুদের খেলনার দোকানে ভিড়।
বিক্রির জন্য নারীদের প্রসাধনী সাজিয়ে রাখা হয়েছে।
প্রয়োজনীয় জিনিস কিনতে ভিড় করেছেন নারীরা।
খেলনা কিনতে মেলায় এসেছে শিশুরা।
পছন্দের জিনিস ঘুরে দেখছেন নারী ও শিশুরা।