খাতুনগঞ্জে গাঁট কাপড়ের কেনাবেচা

শীত আসার সঙ্গে সঙ্গে বেড়ে যায় গাঁট কাপড়ের চাহিদা। চীন, থাইল্যান্ড, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে আসা শীতের এসব পুরোনো কাপড় কম দামে পাওয়া যায় বলে এগুলো আমাদের দেশের মানুষের কাছে খুব জনপ্রিয়। শীতের কাপড়ের গাঁট কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে ভিড় করেন ক্রেতারা।

ভ্যান থেকে কাপড়ের গাঁট নামানো হচ্ছে।
ভ্যান থেকে কাপড়ের গাঁট নামানো হচ্ছে।
ছোট ছোট দোকানে কাপড়ের গাঁট নিয়ে বসেন ব্যবসায়ীরা।
স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে গাঁট কাপড়।
মাথায় করে গাঁট কাপড় নিয়ে যাচ্ছেন একজন।  
মোবাইলে ভিডিও কলের মধ্য দিয়ে ব্যবসায়ীদের কাপড় দেখানো হচ্ছে।
গাঁট থেকে কাপড় নিয়ে এভাবে বিক্রি করেন ব্যবসায়ীরা।
দোকানে সাজিয়ে রাখা গাঁটের কাপড় দেখছেন একজন।
কাপড়ের গাঁটের ওপরের প্যাকেট সেলাই করা হচ্ছে।