ওরস বিরিয়ানি ও মেজবানির আয়োজন

চট্টগ্রাম নগরের সিআরবিতে রমজান উপলক্ষে টাঙানো হয়েছে ‘ওরস হাইলে আইয়ুন’ শামিয়ানা। প্রতিদিন ইফতারে দুই-আড়াই শ রোজাদার সমবেত হচ্ছেন এখানে। ফুল প্লেট ১২০ টাকা, হাফ প্লেট ৭০ টাকায় পরিবেশিত হচ্ছে সুস্বাদু বিরিয়ানি ও ঐতিহ্যবাহী মেজবান। সাতটি বড় ডেকচিতে প্রতিদিন ১১৫ কেজি গরুর মাংস, ১২০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি গাজর মিশিয়ে রান্না হচ্ছে এই পদ। রোজা শুরুর পর থেকেই চট্টগ্রামের অলিগলি ও রেস্তোরাঁয় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ‘ওরস’ বিরিয়ানি। ইফতার থেকে সাহ্‌রি পর্যন্ত চলছে বিরিয়ানি তৈরির ধুম। ওরস বিরিয়ানি ও মেজবানির আয়োজন নিয়ে ছবির গল্প

সিআরবিতে ‘ওরস হাইলে আইয়ুন’ নামে টাঙানো হয়েছে শামিয়ানা
সিআরবিতে ‘ওরস হাইলে আইয়ুন’ নামে টাঙানো হয়েছে শামিয়ানা
টুকরিতে নেওয়া হচ্ছে চাল
টুকরিতে নেওয়া হচ্ছে চাল
ডেকচিতে ঢালা হচ্ছে আলু
লাকড়ির চুলায় বড় ডেকচিতে রান্না করা হচ্ছে
সব মসলা মিশিয়ে হাঁড়িতে চড়ানো হয়েছে গরুর মাংস
কষানো হচ্ছে মাংস
সকাল থেকেই রান্নার কার্যক্রম শুরু হয়
পরিবেশনের জন্য রাখা হয়েছে মাটির সানকি
গরম-গরম বিরিয়ানি বাটিতে রাখা হচ্ছে