উঁচু তালগাছের গর্তে বাসা বেঁধেছে শালিক পাখি। সেই কুঠরে ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে যাচ্ছে শালিক ছানা। বাসা থেকে বেরিয়ে পড়ছে মা শালিক। একটু পরেই ছানার জন্য খাবার নিয়ে এসেছে শালিক পাখি। শালিক ছানাকে পরম আদরে খাওয়াচ্ছে মা শালিক। বগুড়ার মহাস্থানগড় জাদুঘরের তালগাছে শালিকের এই বাসা। গত শুক্রবার তোলা ছবি দিয়ে সাজানো হয়েছে ছবির গল্প।