বাঘের শাবক

চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে ২৩ ফেব্রুয়ারি জন্ম নেওয়া তিনটি শাবকের নামকরণ করা হয়েছে। সোমবার নামকরণের পাশাপাশি শাবকগুলোকে প্রথম জনসমক্ষে আনা হয়। এ সময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন। শাবকগুলোর নাম রাখা হয় প্রকৃতি, স্রোতস্বিনী ও রূপসী। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৭-তে। তাদের মধ্যে ৫টি মেয়ে। বাঘিনী জয়ার জন্ম ২০১৮ সালের জুলাই মাসে। আর বাঘ জো বাইডেনের জন্ম ২০২০ সালের ২৮ ডিসেম্বর। বাঘটি জন্মের পরপরই তার মায়ের আদরযত্ন থেকে বঞ্চিত হয়। পরে চিড়িয়াখানার ব্যবস্থাপনায় লালনপালন করা হয়। মানুষের কাছে বড় হয়ে পুনরায় বাঘ পরিবারের সঙ্গে পুনর্মিলন ও বংশবিস্তারের এমন ঘটনা বিরল বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তিনটি মেয়ে বাঘশাবকের নামকরণের তথ্যটি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেন। চট্টগ্রাম চিড়িয়াখানা। ছবি: সৌরভ দাশ

কাঁধে করে বাঘশাবক বের করছেন চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেন
কাঁধে করে বাঘশাবক বের করছেন চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেন
হাত দিয়ে ধরে দেখানো হচ্ছে শাবকটিকে
হাত দিয়ে ধরে দেখানো হচ্ছে শাবকটিকে
তিনটি শাবককে একসঙ্গে কোলে নিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান
মায়ের সঙ্গে খেলছে একটি শাবক
একটি শাবককে আদর করছে মা
মায়ের সঙ্গে হাঁটছে এক শাবক
মায়ের মুখোমুখি একটি শাবক
মায়ের কাছে একসঙ্গে প্রকৃতি, স্রোতস্বিনী ও রূপসী
মা জয়ার সঙ্গে খেলায় মেতেছে শাবকেরা
মা জয়া জিব দিয়ে আদর করছে একটি শাবককে