চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

পবিত্র ঈদুল ফিতরের পরদিন মঙ্গলবার রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর ছিল। ঈদের ছুটিতে নগরের বিভিন্ন প্রান্ত ও আশপাশের এলাকা থেকে পরিবার-পরিজন নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন অনেকে। দর্শনার্থীদের মধ্যে শিশুরা বেশি থাকলেও প্রাপ্তবয়স্কদের সংখ্যাও কম ছিল না। মা-বাবা বা পরিবারের বড়দের সঙ্গে নিয়ে ঘুরতে এসে শিশুরা যেমন উচ্ছ্বসিত, তেমনি শিশুদের নিয়ে ভালো সময় কাটিয়ে আনন্দিত অভিভাবকেরাও।

চিড়িয়াখানায় প্রবেশ করতে গেটের বাইরে মানুষের ভিড়।
চিড়িয়াখানায় প্রবেশ করতে গেটের বাইরে মানুষের ভিড়।
বাবার কাঁধে চেপে চিড়িয়াখানায় ঢুকছে এক শিশু।
বাবার কাঁধে চেপে চিড়িয়াখানায় ঢুকছে এক শিশু।
খাঁচার ভেতরে বাঘ, বাইরে ভিড় দর্শনার্থীদের।
জিরাফ দেখতে খাঁচার পাশে দর্শনার্থীদের ভিড়।
বাবার কাঁধে চড়ে নানা প্রজাতির প্রাণী দেখছে শিশুটি।
গরমে ক্লান্ত হয়ে বাবার কোলে ঘুমিয়ে পড়েছে এক শিশু।
চিড়িয়াখানার ভেতরে শিশুপার্কের রাইডে চড়ছে শিশুরা।
টয় ট্রেনের চালকের আসনে বসেছে কয়েকটি শিশু।
টয় ট্রেনে চড়তে পেরে শিশুদের উচ্ছ্বাস।
রাইডে চড়তে অভিভাবকদের সঙ্গে সারিবদ্ধ হয়ে শিশুদের অপেক্ষা।
ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে জিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা।
ঘুরতে ঘুরতেই বাবার কাঁধে ঘুমিয়ে পড়েছে শিশুটি।