হেমন্তকাল এসে গেছে

বর্ষপঞ্জিকায় আশ্বিন শেষ হয়ে এসেছে কার্তিক মাস। আজ ১ কার্তিক, হেমন্তের প্রথম দিন। শরতের পর শীতের আগমনী বার্তা নিয়ে ঋতুকন্যা হেমন্তের আগমন ঘটে অনেকটা নীরবে। শহরাঞ্চলে তা অনুভব না করা গেলেও গ্রামাঞ্চলে সকাল-সন্ধ্যা কুয়াশা আর হিমেল বাতাস জানান দিচ্ছে এই ঋতুর উপস্থিতি। প্রকৃতিতে পরিবর্তনও ঘটছে ধীরে ধীরে। মাঠের কাঁচা ধান পাকলে তা কাটা ও নবান্ন উৎসবও হবে এই ঋতুতে। কুয়াশামোড়ানো হেমন্তের সকালে শীতের আগমনী বার্তার কিছু ছবি নিয়ে আজকের এই ছবির গল্প। পাবনার বিভিন্ন এলাকা ঘুরে ছবি গুলো তুলেছেন হাসান মাহমুদ।

রাতভর কুয়াশার রাজ্য পেরিয়ে ভোরে সূর্যের আগমন।
রাতভর কুয়াশার রাজ্য পেরিয়ে ভোরে সূর্যের আগমন।
শীতের আগেই দল বেঁধে পরিযায়ী পাখিরা ছুটে আসতে শুরু করেছে।
ভোর হতেই ধানের মাঠে কাজে নেমেছেন কৃষক।
সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেন গ্রামের কৃষকেরা।
বেলা উঠতেই কাজে বের হয়েছেন এই ভ্যানচালক।
কুয়াশার চাদরে মোড়া সকাল হেমন্তের রঙে রাঙিয়ে দিয়েছে সূর্যের আলো।
সূর্যমামার সঙ্গে সাইকেলে নিয়ে ছুটেছে এই শিশু।
ঘাসের ডগায় জমেছে শিশিরবিন্দু।
ধানের জমিতে মাকড়সার জালে জমা শিশির যেন মুক্তার মালা।
টায়ার চালিয়ে খেলায় ব্যস্ত দুরন্ত শিশুটি।
কুয়াশামাখা ধানের জমিতে চলেছেন কৃষক।
সূর্য উঠে গেছে, কাজের সন্ধানে তাই জলদি চলা।
কুয়াশার মাঝে প্রাতর্ভ্রমণে বের হয়েছেন দুই বন্ধু।
কুয়াশামাখা সড়কে পাতার ফাঁক গলে পড়ে আলো যেন রঙিন কোনো মঞ্চের আলোসজ্জা।