বর্ষপঞ্জিকায় আশ্বিন শেষ হয়ে এসেছে কার্তিক মাস। আজ ১ কার্তিক, হেমন্তের প্রথম দিন। শরতের পর শীতের আগমনী বার্তা নিয়ে ঋতুকন্যা হেমন্তের আগমন ঘটে অনেকটা নীরবে। শহরাঞ্চলে তা অনুভব না করা গেলেও গ্রামাঞ্চলে সকাল-সন্ধ্যা কুয়াশা আর হিমেল বাতাস জানান দিচ্ছে এই ঋতুর উপস্থিতি। প্রকৃতিতে পরিবর্তনও ঘটছে ধীরে ধীরে। মাঠের কাঁচা ধান পাকলে তা কাটা ও নবান্ন উৎসবও হবে এই ঋতুতে। কুয়াশামোড়ানো হেমন্তের সকালে শীতের আগমনী বার্তার কিছু ছবি নিয়ে আজকের এই ছবির গল্প। পাবনার বিভিন্ন এলাকা ঘুরে ছবি গুলো তুলেছেন হাসান মাহমুদ।