বগুড়ায় ঈদের কেনাকাটা

ঈদের দিন ঘনিয়ে আসছে। বিপণিবিতানে বাড়ছে ক্রেতাসমাগম। সাধারণত বেশির ভাগ মানুষ ঈদ সামনে রেখেই নতুন পোশাক কিনে থাকেন। পবিত্র ঈদুল ফিতরেই সারা দেশের ছোট-বড় বিপণিবিতান, হাটবাজারের দোকানপাটে জামা-জুতা, শাড়ি-চুড়ির মতো হরেক রকম পণ্যের সবচেয়ে বড় রকমের বেচাকেনা হয়। নানা বয়সের নানা পেশার মানুষ বিপণিবিতানগুলোয় কেনাকাটায় ভিড় জমান। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের নওয়াববাড়ী মোড় এলাকা দুটি অভিজাত বিপণিবিতান থেকে তোলা।

ঈদে শিশুর নতুন জামার মাপ দিচ্ছেন এক অভিভাবক।
বিপণিবিতানে এসে ঈদের পোশাক পছন্দ করছেন এক তরুণী।
বিপণিবিতানে অভিভাবকের সঙ্গে পছন্দের শাড়ি দেখছেন এক তরুণী।
বেছে বেছে পছন্দের জামা কিনছেন ক্রেতারা।
দোকানে ক্রেতাদের কাপড় দেখানো হয়ে গেছে।
দোকানগুলোয় ক্রেতাদের ভিড়।
সন্তানের জন্য পছন্দ লাল জামা অভিভাবকের আনন্দ।
মেয়ের জন্য পছন্দের জামা খোঁজছেন এক নারী পুলিশ।
সন্তান সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছে একটি পরিবার।