শরতের পাহাড় এখন মেঘে সেজেছে। পাহাড়ের ভাঁজে ভাঁজে রোদ, মেঘ আর বৃষ্টির খেলা। ভোর থেকেই পাহাড়ে উড়ে বেড়ায় সাদা মেঘের ভেলা। এই সৌন্দর্য দেখতে অনেকেই পাহাড়ে ঘুরতে আসেন। রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে গত শনিবার থেকে সোমবারের মধ্যে ছবিগুলো তোলা হয়েছে।
সুপ্রিয় চাকমা
সকালে মেঘ জমেছে পাহাড়ে, সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করছেন এক পর্যটক। মাঝিপাড়া এলাকা, বরকল উপজেলা।
বরকল উপজেলার শিলার ডাক ঝরনা এলাকার ছড়াগুলোতে এখন ভরপুর পানি। এসব ছড়া ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের স্থান।বৃষ্টি শেষে মেঘ নেমে এসেছে পাহাড়ের কোলে। এমন দৃশ্য ছবিতে ফ্রেমবন্দী করছেন এক নারী। বরকলের মাঝিপাড়া এলাকায় মেঘ-পাহাড়ের অপরূপ মিতালি। দুই শিশুকে নিয়ে ছড়া থেকে পানি সংগ্রহ করে ঘরে ফিরছেন পাহাড়ি এক গৃহবধূ। বাঘাইছড়ির শিলছড়া এলাকা। সবুজে ঢাকা পাহাড়ের কোলে কাপ্তাই হ্রদের জলরাশিতে চলছে কায়াকিং। বালুখালী এলাকায় হ্রদ ও পাহাড় ছাড়াও মাঝেমধ্যে দেখা মেলে রংধনুর। রাঙামাটির বরকল উপজেলার মাঝিপাড়া এলাকায় মেঘের ভেলা।