বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে তারা। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের নেতৃত্বে সকাল সাড়ে আটটায় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সেজেছিলেন বাহারি সাজে। ঢাকের তালে নাচতে থাকেন শোভাযাত্রায় অংশ নেওয়া শিল্পীরা। বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছরপূর্তির এই অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়েছে। শিশু থেকে বয়োবৃদ্ধ অনেকেই এই অনুষ্ঠানে শামিল হয়েছেন। নানা আয়োজনে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ছিল হাতে বানানো বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। দোয়েলের প্রতিকৃতি নিয়ে র্যালিতে কিশোরীরা।ঢাক বাজাচ্ছেন ঢাকিরা।নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।শোভাযাত্রায় মণিপুরি নৃত্য পরিবেশন করেন এক শিল্পী। বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের বেশে কিশোর-তরুণেরা। বেদে সম্প্রদায়ের নারীদের সাজে ছিল একদল কিশোরী। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর পোশাকে শোভাযাত্রায় নারীরা। অনুষ্ঠানে ছিল লাঠিখেলার আয়োজন।ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর কিশোরীরা শোভাযাত্রায় অংশ নেন।বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রায় কিশোর-কিশোরীরা। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর পোশাকে শোভাযাত্রায় নারীরা।