শরতে হাওরের সৌন্দর্য

এখন শরৎকাল। শরৎ মানে নীল আকাশে শুভ্র মেঘের ভেলা। ক্ষণে ক্ষণে রূপ বদলায় শরতের আকাশ। নীল আকাশে সুতা-নাটাইহীন সাদা ঘুড়ির মতো দিনভর উড়ে বেড়ায় মেঘের দল। হাওরপারে শরতের এমন রূপ আরও ভিন্ন, আরও মনোহরা। শরতে হাওরপারের ছবিগুলো গতকাল সোমবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী, তেলখাল ও বুড়দেও হাওর থেকে তোলা।

নীল আর নীল। শরতের আকাশের সঙ্গে হাওরের জলরাশির নীলাভ সৌন্দর্য।
বর্ণী হাওরের জলে ভেসে চলেছে নৌকা।
শরতের নীল আকাশ আর বর্ণী হাওরের জলরাশি মিলেমিশে এক হয়েছে।
তেলিখাল হাওরের বুক চিরে চলছে নৌকা।
শরতের বিকেলে বর্ণী হাওরের জলে নৌকায় ভেসে মাছ ধরছেন দুজন।
তেলিখাল হাওরের আকাশে উড়ছে চিল।
তেলিখাল হাওরে নৌকায় করে গন্তব্যে যাচ্ছে মানুষ।
শরতে বুড়দেও হাওরের সৌন্দর্য।
বুড়দেও হাওরে শরতের পড়ন্ত বিকেল।