পূজার মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি

রাত পেরোলেই শুরু হবে দুর্গাপূজা। পূজা ঘিরে বসবে মেলা। উৎসবে মাতবে মানুষ। মেলায় পসরা বসবে মাটির তৈরি বাহারি তৈজসপত্র ও খেলনার। তাই শেষ মুহূর্তের ব্যস্ততায় সময় পার করছেন পালপাড়ার মানুষেরা। দম ফেলার যেন ফুসরত নেই। আজ মঙ্গলবার বগুড়ার গাবতলীর বামুনিয়া গ্রামের পালদের বাড়িগুলো ঘুরে এসব ছবি তোলা।

বাড়ির উঠানে বসে খেলনা হাড়িতে রং দিচ্ছেন একাদশী রানি পাল।
বাড়ির উঠানে বসে খেলনা হাড়িতে রং দিচ্ছেন একাদশী রানি পাল।
পূজার মেলায় বিক্রির জন্য বানানো হয়েছে মাটির হাতি।
মাটির তৈরি বাঘটি পূজার মেলায় বিক্রি হবে।
মেলায় বিক্রির জন্য বানানো হয়েছে নানা রকমের খেলনা।
মাটির তৈরি বিভিন্ন খেলনা রোদে শুকানো হচ্ছে।
মেলায় বিক্রি হবে খেলনার রঙিন শিলপাটা।
বানানো হয়েছে বাহারি মাটির ব্যাংক।
স্তূপ করে রাখা হয়েছে নানা মাটির তৈরি ফল, ব্যাংক।
মেলায় নেওয়ার জন্য শিশুদের খেলনার তৈজসপত্রগুলো স্তূপ করে রাখা হয়েছে।
মাটির রঙে রাঙানো হচ্ছে খেলনা জগ।
খেলনার পিরিচে রং করা হচ্ছে।