বৃষ্টিতে বেড়েছে ছাতা বিক্রি

বর্ষা মৌসুমে চাহিদা বাড়ে ছাতার। গত কিছুদিনের বৃষ্টিতে এই চাহিদা বেড়েছে আরও কয়েক গুণ। ছাতা কিনতে ও সারাতে দোকানে ভিড় করছেন লোকজন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন ধরনের ছাতা সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। সর্বনিম্ন ১২০ টাকা থেকে ২ হাজার টাকা দামের ছাতা পাওয়া যাচ্ছে দোকানগুলোয়। আর ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন ছাতা তৈরি কারখানার শ্রমিকেরা। দিনরাত পরিশ্রম করে তাঁরা বানিয়ে যাচ্ছেন বিভিন্ন মানের ছাতা। চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে রয়েছে ছাতা তৈরির ছোট ছোট বেশ কিছু কারখানা। প্রতিদিন কাজ করে তাঁরা মজুরি পান ৯০০ থেকে ১ হাজার টাকা। চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকা থেকে তোলা।

দড়িতে ঝুলছে ছাতার লাঠি।
লাঠিতে বসানো হচ্ছে পিন।
এভাবে তৈরি করা হয় ছাতা খোলার-বাঁধার পিন।
সেলাই করা হচ্ছে ছাতার কাপড়।
মাথায় লাঠি লাগিয়ে রেখে সেলাই করা হয় ছাতা।
দোকানে ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ছাতা।
ছাতা সেলাইয়ে ব্যস্ত শ্রমিকেরা।
ঝুলিয়ে রাখা হয়েছে নানা রঙের ছাতা।
বিশাল আকারের ছাতা সেলাই করছেন একজন।
দোকান থেকে পছন্দের ছাতা কিনছেন ক্রেতারা।