প্রেম যমুনার ঘাটের বাথানে

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীসংলগ্ন দীঘলকান্দি গ্রোয়েন বাঁধ ‘প্রেম যমুনা ঘাট’ নামেই পরিচিত। এই ঘাটে বাথান করে প্রায় আড়াই শ গরু–মহিষ লালন–পালন করছেন স্থানীয় লোকজন। বর্ষা মৌসুম ছাড়া বছরজুড়ে যমুনার চরাঞ্চলে বাথান করে গরু–মহিষ লালন–পালন করা হয়। ছবিগুলো সম্প্রতি প্রেম যমুনার ঘাটের বাথান থেকে তোলা।

যমুনার চরাঞ্চলের বাথানে গরু–মহিষের দেখাশোনা করছেন দুই ব্যক্তি
এই বাথানে প্রায় আড়াই শ গরু-মহিষ লালন–পালন করা হয়
বাথান থেকে গরু–মহিষের পাল বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে
পড়ন্ত বেলায় চরে গাভি দুধ খাওয়াচ্ছে বাছুরকে
গরু–মহিষের সঙ্গে ঘাস খাওয়ানোর জন্য ঘোড়া বেঁধে রাখা হয়েছে
চরানোর জন্য গরু–মহিষের পাল বাথানে নিয়ে যাচ্ছেন রাখালেরা
বাথানে বেঁধে রাখা হচ্ছে গরু–মহিষের পাল
বাথানের গরু যমুনার চরে চরাতে নিয়ে গেছেন রাখালেরা। তাই ফাঁকা পড়ে আছে বাথান
বাথানে রাখালের রান্নার সরঞ্জাম
বাথানে রাখালের বিশ্রাম নেওয়ার জায়গা