কোটা বাতিলের দাবিতে বিভিন্ন সড়কে অবরোধ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবারও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। তাঁরা রাজধানীর শাহবাগ মোড়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-আরিচা মহাসড়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন জায়গায় অবস্থান নেন। ছবিতে থাকছে বিভিন্ন এলাকার আন্দোলনের চিত্র।

কোটাবিরোধী আন্দোলনকারীরা দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন
শাহবাগে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় পতাকা নিয়ে আন্দোলনে কোটাবিরোধীরা
কোটা বাতিলের দাবিতে কুমিল্লার কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা
কোটাপদ্ধতি বাতিলসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অবস্থান কর্মসূচি পালন করেন
রাজধানীর শাহবাগে কোটাপদ্ধতি বাতিল চেয়ে গায়ে স্লোগান লিখেছেন একজন