পোড়া ভবনটি এখন যেমন

রাজধানীর বেইলি রোডে গতকাল বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার হয়েছে বহুতল একটি ভবন। এ ঘটনায় ৪৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত ব্যক্তি ও আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ শুরু করেন। এ সময় মুমূর্ষু অবস্থায় অনেক আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে। আর মরদেহ নিয়ে যাওয়া হয় মর্গে। অগ্নিকাণ্ডের পর মধ্যরাত থেকে ঢাকা মেডিকেলে হতাহত ব্যক্তিদের স্বজন, চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীদের ভিড় লেগে যায়। এদিকে রাতভর উদ্ধারকাজ চলার পর দুর্ঘটনাস্থল ঘিরে রাখা হয় নিরাপত্তা বেষ্টনী দিয়ে। ভেতরে নমুনা সংগ্রহে চলে তৎপরতা। মর্মান্তিক এ দুর্ঘটনায় আজ শুক্রবার সকালে ছবিগুলো তোলা।

পুড়ে যাওয়া সাততলা এ ভবনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আগুন লাগে
পুড়ে যাওয়া সাততলা এ ভবনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আগুন লাগে
আগুন নেভানোর পর ভবনের তিনতলায় চলে নমুনা সংগ্রহের কাজ
ভবনের সামনে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংবাদকর্মীদের ভিড়
হলুদ ফিতা দিয়ে ভবনের সামনে দেওয়া হয়েছে বেষ্টনী
পড়ে আছে আগুন নেভানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার
চলছে আলামত সংগ্রহের কাজ
ভাঙা কাচের জানালায় আটকে আছে জুতা
পুড়ে অঙ্গার সোফা ও খাবার টেবিল
ভবনের নিচতলায় আলামত সংগ্রহে ব্যস্ত সংশ্লিষ্ট কর্মীরা