কুয়াশাঢাকা শীতের সকাল

পৌষের শেষ; কদিন পরেই মাঘের শুরু। সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। অনেক স্থানে সকালটা ঢেকে থাকছে ঘন কুয়াশায়। এতে জনজীবন কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে। তবু নানা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হতে হয় মানুষকে। শীতর সকালের ছবিগুলো সম্প্রতি বগুড়া সদর ও গাবতলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তোলা।

কুয়াশায় ঢাকা পড়ে আছে চারপাশ। কিছুটা দূরেই সব অস্পষ্ট। তাই আলো জ্বেলে চলছে গাড়ি
কুয়াশাঘেরা শীতের সকালে সাইকেলে চেপে কর্মস্থলে যাচ্ছেন দুই ব্যক্তি
শিশুসন্তানকে গরম পোশাক মুড়িয়ে বাইরে বেরিয়েছেন এক মা
কুয়াশাঢাকা পথ পেরিয়ে বিদ্যালয় যাচ্ছে দুই খুদে শিক্ষার্থী
শীতে জবুথবু হয়ে ভ্যানে চেপে বিদ্যালয়ের পথে কয়েক শিক্ষার্থী
শীতের পোশাকে মুড়িয়ে সাইকেলে চেপে গন্তব্যে ছুটছেন দুই কর্মজীবী।
সকালের শিশিরে সিক্ত থোকা থোকা শিম
ভুট্টাগাছে জমেছে শিশিরবিন্দু।
শীতের সকালে লাউয়ের ডগা কাটায় ব্যস্ত এক কৃষক
কাদাপানিতে নেমে ফসলের জন্য জমি প্রস্তুত করছেন এক কৃষক