ঝালকাঠি ও মাগুরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশে এখন ভালো মানুষের খুব অভাব। সব ভালো কাজের সঙ্গে থাকতে হবে, বেশি করে বই পড়তে হবে। এতে জীবন বদলে যাবে। অতিথিদের এসব পরামর্শের মধ্য দিয়ে আজ ১০ অক্টোবর শেষ হলো ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা’ অনুষ্ঠান। ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ ছিল ঝালকাঠি ও মাগুরায় অনুষ্ঠান।
সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, ডিজিটাল সনদ, প্রথম আলোর ই-পেপার (তিন মাস) ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ফ্রি সাবস্ক্রিপশন (এক মাস), শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স ও ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই বিকাশ। সহযোগিতা করেছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম পর্বের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটি। সংবর্ধনা অনুষ্ঠানের কিছু মুহূর্ত নিয়ে ছবির গল্প।

ঝালকাঠির ফাতেমা কনভেনশন সেন্টারে গানের তালে নেচেগেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে কৃতী শিক্ষার্থীরা
ছবি: সাইয়ান
ফাতেমা কনভেনশন সেন্টারে কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে
ছবি: সাইয়ান
সংবর্ধনা অনুষ্ঠানে সেলফি তুলছে শিক্ষার্থীরা। ফাতেমা কনভেনশন সেন্টারের সামনে
কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বুথ থেকে ক্রেস্ট সংগ্রহ করছে। ফাতেমা কনভেনশন সেন্টার থেকে
ঝালকাঠির কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা। ফাতেমা কনভেনশন সেন্টারে
মাগুরার কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতে সারিবদ্ধভাবে ক্রেস্ট গ্রহণ করে শিক্ষার্থীরা। আছাদুজ্জামান মিলনায়তন থেকে
আছাদুজ্জামান মিলনায়তনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় মাগুরার চার উপজেলার কয়েক শ শিক্ষার্থী
ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীরা। আছাদুজ্জামান মিলনায়তন