বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে সরকারের পতন ঘটে। সোমবার সারা দিন দেশের বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। তবে কোথাও কোথাও অনেকের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সারা দিন ঢাকা ও ঢাকার বাইরে ঘটে যাওয়া কিছু ঘটনার মুহূর্ত এখানে ক্যামেরাবন্দী করা হলো।