সরকারবিহীন একটি দিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে সরকারের পতন ঘটে। সোমবার সারা দিন দেশের বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। তবে কোথাও কোথাও অনেকের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সারা দিন ঢাকা ও ঢাকার বাইরে ঘটে যাওয়া কিছু ঘটনার মুহূর্ত এখানে ক্যামেরাবন্দী করা হলো।

‘আগামীর বাংলাদেশ কেমন হবে’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস। চৌহাট্টা মোড়, সিলেট
ছবি: আনিস মাহমুদ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেয়াললিখনের সামনে দুই শিশুকে বিশেষ ভঙ্গিতে দাঁড় করিয়ে মোবাইল ক্যামেরায় ছবি তুলছেন এক অভিভাবক
আগুনে পুড়ে অঙ্গার রাজধানীর যাত্রাবাড়ী থানা
গণভবনের সামনে পড়ে আছে সেখানকার তৈজসপত্র ও আসবাবপত্র
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয় থেকে মালামাল বের নিয়ে যাচ্ছেন লোকজন
ভাঙচুর হওয়া মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি। মৌলভীবাজার শহরের কোর্ট রোডে
রাজধানীর মৎস্যভবন এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে কাজ করছেন শিক্ষার্থীরা
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা
জাতীয় পতাকা নিয়ে মা-বাবার সঙ্গে জাতীয় সংসদ ভবন দেখতে এসেছে প্রথম শ্রেণির শিক্ষার্থী জামিলা মৃধা