কুয়াকাটা সৈকতে সূর্যের রূপ

কুয়াকাটা দেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই ভালো দেখা যায়। সূর্যের নানা রূপ দেখতে পটুয়াখালীর কলাপাড়ায় এ সৈকতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকেরা। সূর্যোদয়ের সময় সৈকতের দৃশ্য থাকে এক রকম আবার সূর্য যখন অস্তাচলে যেতে শুরু করে, তখন তার কোমল আভায় রূপ বদলে যায় সৈকতের। কুয়াকাটা সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত নিয়ে ছবির এ গল্প।

সূর্যোদয়ের আগে সৈকতে পর্যটকদের আনাগোনা।
সূর্যোদয়ের আগে সৈকতে পর্যটকদের আনাগোনা।
ভোরে সৈকতে ছবি তোলায় ব্যস্ত এক ব্যক্তি।
দিনের শুরুতে ট্রলার নিয়ে সমুদ্রযাত্রার প্রস্তুতি।
সূর্যাস্তের মুহূর্তে মাছ ধরায় ব্যস্ত দুই জেলে।
দিন শেষে মাছ নিয়ে ঘরে ফেরা।
সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে।
সূর্যাস্তের আগে সৈকতে কর্মব্যস্ততা।
সৈকতে ঘোড়ার পিঠে চেপে চলছে কিশোর।