কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোর উদ্যোগে এসএসসি-সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় হচ্ছে সংবর্ধনা অনুষ্ঠান। আজ শুক্রবার সংবর্ধনা দেওয়া হয় বরিশাল, সাতক্ষীরা, চাঁদপুর ও কিশোরগঞ্জে। আজকের সংবর্ধনা অনুষ্ঠানের কিছু মুহূর্ত নিয়ে ছবির এই গল্প।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা। জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল
ছবি: সাইয়ান
সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে সহপাঠীর সঙ্গে ছবি তোলায় ব্যস্ত এক শিক্ষার্থী। জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল
কৃতিত্বের স্বীকৃতি পাওয়ার বিশেষ এই মুহূর্তকে ক্যামেরাবন্দী করে রাখছে দুই শিক্ষার্থী। জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল
বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করেন মিঠুন রায়
সংবর্ধনা অনুষ্ঠানে গান উপভোগ করে কৃতী শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল
ছাত্র–জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শিক্ষার্থীরা। লেক ভিউ রিসোর্ট, সাতক্ষীরা
সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে একদল নৃত্যশিল্পী। লেক ভিউ রিসোর্ট, সাতক্ষীরা
সংবর্ধনা অনুষ্ঠানে দুই শিক্ষার্থীর উচ্ছ্বাস। লেক ভিউ রিসোর্ট, সাতক্ষীরা
কৃতী শিক্ষার্থীর স্বীকৃতির স্মারক হাতে কয়েকজন শিক্ষার্থী। লেক ভিউ রিসোর্ট, সাতক্ষীরা
ছবি তোলার সময় ক্রেস্ট দেখাচ্ছে শিক্ষার্থীরা। লেক ভিউ রিসোর্ট, সাতক্ষীরা
সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করছেন শিল্পী ইমরান। লেক ভিউ রিসোর্ট, সাতক্ষীরা
বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দী করে রাখছে সহপাঠীরা। নেহাল গ্রিন পার্ক, কিশোরগঞ্জ
ক্রেস্ট নেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে কৃতী শিক্ষার্থীরা। বড়স্টেশন মোলহেড, চাঁদপুর
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছিল সংগীতায়োজন। বড়স্টেশন মোলহেড, চাঁদপুর