কলাতিয়ার সবজির হাট

অপেক্ষাকৃত তাজা সবজির জন্য ঢাকার বাজারে কেরানীগঞ্জের কলাতিয়া হাটের সবজির কদর বেশি। দামেও তাই চড়া সব সময়। বর্তমানে চাহিদা অনুযায়ী সবজি এখনো বাজারে আসেনি। এ জন্য ঢাকার খুচরা বিক্রেতারা চড়া দামে সবজি কিনছেন। ভ্যান, পিকআপ ভ্যান, ট্রাকে করে সেই সব সবজি আনা হবে ঢাকার বিভিন্ন বাজারে। ভোর থেকে চাষিরা ঝুড়ি ভরে সবজি নিয়ে হাটে আসেন বিক্রির জন্য। আজ শুক্রবার (৮ অক্টোবর) সকালে ছবিগুলো তোলা।

বিক্রির জন্য সবজি নিয়ে বাজারে এসেছেন চাষিরা
বিক্রির জন্য সবজি নিয়ে বাজারে এসেছেন চাষিরা
সময় গড়ালে বাজারে ভিড়, বিকিকিনিও বাড়তে থাকে
বিক্রির জন্য কচু সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা
চাষিদের কাছ থেকে সবজি কিনে যানবাহনে ওঠাচ্ছেন
ক্রেতা–বিক্রেতাদের দর–কষাকষি চলছে হরদম
বিক্রির জন্য মাথায় ঝুড়িভর্তি সবজি নিয়ে বাজারে আসছেন এক বিক্রেতা
বাজারের একদিকে শাক বিক্রির ব্যস্ততা
টমেটো বিক্রি হচ্ছে চড়া দামে
মরিচের ঝাঁজও কম নয়
ভ্যানে করে ঢাকার বাজারের নেওয়া হচ্ছে সবজি
ওপর থেকে পুরো হাটের চিত্র