অপেক্ষাকৃত তাজা সবজির জন্য ঢাকার বাজারে কেরানীগঞ্জের কলাতিয়া হাটের সবজির কদর বেশি। দামেও তাই চড়া সব সময়। বর্তমানে চাহিদা অনুযায়ী সবজি এখনো বাজারে আসেনি। এ জন্য ঢাকার খুচরা বিক্রেতারা চড়া দামে সবজি কিনছেন। ভ্যান, পিকআপ ভ্যান, ট্রাকে করে সেই সব সবজি আনা হবে ঢাকার বিভিন্ন বাজারে। ভোর থেকে চাষিরা ঝুড়ি ভরে সবজি নিয়ে হাটে আসেন বিক্রির জন্য। আজ শুক্রবার (৮ অক্টোবর) সকালে ছবিগুলো তোলা।