বিবর্ণ রাংপানি নদ

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরের রাংপানি নদ। পাহাড়ি এই নদের উৎপত্তি ভারতের মেঘালয়ের জৈন্তা পাহাড়ের রংহংকং জলপ্রপাত থেকে। নদীটির উৎসমুখ ভ্রমণপিপাসু মানুষের কাছে ‘শ্রীপুর রাংপানি’ নামে পরিচিতি। উৎসমুখ চোখজুড়ানো হলেও মানুষের অসচেতন ‘নদী শাসনে’ অন্য স্থানগুলো বৈশিষ্ট্য হারিয়েছে। দুই পাশ বালুতে ভরাট হয়েছে, বালুচরে ধান ও সবজি চাষ করছেন স্থানীয় লোকজন। নৌকায় করে তোলা হচ্ছে বালু ও পাথর। স্থানীয় লোকজনের অনেকের আশঙ্কা, পাহাড়ি এই নদ খনন না করলে তা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। ছবিগুলো সম্প্রতি জৈন্তাপুরের আসামপাড়া, মিনাটিলা ও বাংলাবাজার এলাকা থেকে তোলা।

রাংপানি নদের বুকে বোরো ধানের বীজতলা। মিনাটিলা এলাকা
রাংপানি নদের বুকে বোরো ধানের বীজতলা। মিনাটিলা এলাকা
রাংপানির নদের সঙ্গে মিলেছে ‘ছাগল খাউরি ছড়া’। সেখানে এখন সবজি চাষ করছেন স্থানীয় লোকজন। মিনাটিলা
মিনাটিলা এলাকায় বাঁধ দেওয়া হয়েছে।
নদের দুই দিক দিন দিন ছোট হয়ে আসছে। আসামপাড়া এলাকা
নদের জলে নৌকা ভাসিয়ে চলছে পাথর ও বালু উত্তোলন। বাংলাবাজার এলাকা
বাংলাবাজার এলাকায় নদে বালু ও পাথরশ্রমিকদের নৌকা
দূর থেকে পাহাড়ি এই নদ দেখতে বেশ সুন্দর। বাংলাবাজার
হাত দিয়ে বালু তুলছেন শ্রমিক। ছবিটি বাংলাবাজার এলাকা থেকে
বাংলাবাজারের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে রাংপানি নদে গিয়ে মিলিত হয়েছে বড় গাঙ নদ
শুকনা মৌসুমে রাংপানির এমন হাল