নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা পালিত

বৌদ্ধধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহা পরিনির্বাণ লাভ—এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম নগরের বৌদ্ধবিহারগুলোয় সকাল থেকে ভিড় করেন বৌদ্ধধর্মাবলম্বীরা। এ সময় তাঁরা বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বালন, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনাসহ নানা কিছুর মাধ্যমে দিনটি পালন করেন। নগরের নন্দনকানন বৌদ্ধবিহারের উৎসবের ছবি দিয়ে ছবির গল্প।

দল বেঁধে প্রার্থনা করছেন কয়েকজন
দল বেঁধে প্রার্থনা করছেন কয়েকজন
বিহারে রাখা বুদ্ধের ছবির সামনে এভাবে প্রসাদ নিবেদন করেন সবাই
প্রদীপ ও ধূপ জ্বালিয়ে ভক্তি নিবেদন করেন এখানে আসা লোকজন
প্রার্থনা শুরুর আগে ছবি তুলছেন একজন
প্রার্থনা শেষে প্রণামী দিচ্ছেন ভক্তরা
বিহারের ফটকের সামনে বিক্রি করা হচ্ছে ফুল
বুদ্ধপূর্ণিমাকে ঘিরে বিহারের সামনে বসেছে মেলা
বিক্রি করা হচ্ছে বুদ্ধের ছবির লকেটসংবলিত মালা