আগামীকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন কমিশন থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সারা দেশে জেলাগুলো থেকে পাঠানো হচ্ছে বিভিন্ন কেন্দ্রে। একদিকে নির্বাচন, অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। উৎকণ্ঠা–উদ্দীপনা নিয়ে মানুষ নির্বাচনী সরঞ্জাম নিয়ে রওনা হচ্ছেন কেন্দ্রগুলোয়। সারা দেশের কিছু চিত্র দিয়ে ছবির গল্প।