ভোটের সরঞ্জাম নিয়ে তোড়জোড়

আগামীকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন কমিশন থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সারা দেশে জেলাগুলো থেকে পাঠানো হচ্ছে বিভিন্ন কেন্দ্রে। একদিকে নির্বাচন, অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। উৎকণ্ঠা–উদ্দীপনা নিয়ে মানুষ নির্বাচনী সরঞ্জাম নিয়ে রওনা হচ্ছেন কেন্দ্রগুলোয়। সারা দেশের কিছু চিত্র দিয়ে ছবির গল্প।

ঢাকার তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে
ছবি: তানভীর আহাম্মেদ
ঢাকার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
মাদারীপুর সদর উপজেলা কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বক্সসহ অন্যান্য সামগ্রী
বরিশাল সদর উপজেলা পরিষদ এলাকা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে
ফরিদপুর উপজেলা পরিষদ চত্বরে ভোট গ্রহণের কাজে নিয়োজিত আনসার সদস্যরা কেন্দ্রে যাওয়ার অপেক্ষায়
রাঙামাটি এলাকায় ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা নৌপথে কেন্দ্রে যাচ্ছেন
রাজশাহীতে ভোট গ্রহণের জন্য ব্যালট বক্স ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে
গোয়ালন্দ উপজেলা নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যাচ্ছেন দায়িত্বশীল ব্যক্তিরা
নারায়ণগঞ্জ থেকে কেন্দ্রগুলোয় নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে
বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন আনসারের সদস্যরা
রংপুর নগরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টার থেকে স্বচ্ছ ব্যালট বক্সসহ প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে
সিলেট জেলা পরিষদের সামনে থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম
কুমিল্লার বিভিন্ন কেন্দ্রে ভোটের সরঞ্জাম নিতে প্রিসাইডিং কর্মকর্তারা কুমিল্লা জিলা স্কুল মিলনায়তনের সামনে অপেক্ষা করছেন
খুলনার সার্কিট হাউস থেকে নির্বাচনী সরঞ্জাম ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে
ব্যালট বক্সসহ নির্বাচনী উপকরণ নিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাহন নিয়ে উপস্থিত হন