দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু

যমুনা নদীর বুকে সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। ২০২০ সালের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্মাণাধীন সেতুটির সব কটি স্প্যান বসানো হয়েছে। গত এপ্রিল থেকেই সেতুর ৪ দশমিক ৮ কিলোমিটারের পুরোটাই দৃশ্যমান। তবে নির্মাণকাজ এখনো শেষ হয়নি। আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে সেতু নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন করে উদ্বোধন করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি: বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প কর্তৃপক্ষ

যমুনা নদীর বুকে সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু।
যমুনা নদীর বুকে সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু।
স্প্যান বসানো হচ্ছে।
পিচ ঢালাইয়ের কাজ করছেন শ্রমিকেরা।
রেললাইন বসানোর কাজ শেষ।
ওপর থেকে দেখা রেলসেতুর পরের অংশ।
রেলওয়ে সেতুর একাংশের কাজ চলছে।
রেললাইন বসানো জন্য কাজ তদারকি করা হচ্ছে।
সম্পূর্ণ রেললাইনের একাংশ।