শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার শিল্পীদের অংশগ্রহণে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী উৎসব’। জাতীয় চিত্রশালা মিলনায়তনে বর্ণিল এ উৎসবে বাংলাদেশে বসবাসকারী চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, খাসিয়া, লুসাই, রাখাইন, গারো, হাজং, সাঁওতাল, ওঁরাও ও মণিপুরি শিল্পীরা অংশগ্রহণ করেন। তাঁরা তাঁদের নিজ নিজ সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে ১৩টি সম্প্রদায়ের অংশগ্রহণে উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয়। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মূল পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।