ডুমুর ফল

গ্রামের বনবাদাড় আর পথের ধারে ডুমুরগাছের দেখা পাওয়া যায়। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালোমুখ এলাকার সড়কের পাশে থাকা গাছে ধরেছে ডুমুর ফল। মাঝারি আকারের গাছের ছোট-বড় সব কটি ডালে ঝুলে আছে থোকায় থোকায় ডুমুর ফল। সম্প্রতি তোলা।

প্রতিটি ডালে ধরেছে ডুমুর ফল
প্রতিটি ডালে ধরেছে ডুমুর ফল
ডালে ঠাসা ডুমুর ফল
গাছের প্রতিটি ডালেই ধরেছে ডুমুর
লটকন ফলের মতো গাছের ডালে ডুমুর ফল
সবুজ পাতার ফাঁকে কাঁচা ডুমুর
গাছের পাতার মতো সবুজ রং ধারণ করেছে কাঁচা ডুমুর
গাছের ডালে ঝুলছে আকর্ষণীয় ফল ডুমুর
গাছ থেকে খসে পড়েছে পাকা ডুমুর
দেখতেও বেশ আকর্ষণীয় ডুমুর ফল
পাকা ডুমুরের ভেতর দেখতে যেমন