বরিশাল নদীবেষ্টিত শহর। শহরের তীর ঘেঁষে বয়ে গিয়েছে কীর্তনখোলা নদী। দৈর্ঘ্য ৪০ কিলোমিটার। নদী ঘিরে গড়ে উঠেছে নানা শ্রেণির মানুষের বসবাস। সকাল থেকে রাত পর্যন্ত এই নদীর ওপর নির্ভরশীল হাজারো মানুষ। সকালের সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কীর্তনখোলা নদীর তীর ঘিরে মানুষ কর্মব্যস্ত হয়ে পড়ে। শীতের সকালে কীর্তনখোলার তীরে অন্য রূপ নিয়ে শুরু হয় মানুষের জীবনযাপন। গতকাল রোববার ছবিগুলো তোলা।