কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষ ভিড় জমিয়েছেন। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এরপর বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান। এসব নিয়েই এবারের এই ছবির গল্প।

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে শিশুরা
ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানানোর অপেক্ষায় এই কিশোরী
বাবার হাত ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে দুই শিশু
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে হুইলচেয়ারে করে এসেছেন শারীরিক প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে স্মৃতি ধরে রাখতে সেলফি তুলছেন বিদেশি নাগরিকেরা
কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সারিতে দাঁড়িয়ে আছে তারা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ভিড়ও বাড়তে থাকে
ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি