কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৪ সালে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার কক্সবাজার থেকে শুরু হলো এবারের আয়োজন। প্রথম আলোর আয়োজন ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় ধারাবাহিকভাবে দেশের ৬৪ জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। এবারের সংবর্ধনা পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দেওয়া হয় সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে ছবির এই গল্প। ছবি: জুয়েল শীল

নিবন্ধনের তথ্য ঠিক আছে কি না, তা যাচাই করছে তিন শিক্ষার্থী।
নিবন্ধনের তথ্য ঠিক আছে কি না, তা যাচাই করছে তিন শিক্ষার্থী।
ক্রেস্ট নেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানস্থলের সেলফি বুথে ছবি তুলছে কয়েকজন।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
অতিথির হাত থেকে ক্রেস্ট নিচ্ছে এক কৃতী শিক্ষার্থী।
নৃত্য পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভা কক্সবাজারের সদস্যরা।
অনুষ্ঠানের মঞ্চে কারাতে দেখাচ্ছে দুই শিক্ষার্থী।
নৃত্য পরিবেশন করেন রাখাইন সম্প্রদায়ের শিল্পীরা।
সমবেতভাবে হাত তুলে ‘মাদককে না’ বলে শিক্ষার্থীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীতশিল্পী ডি রকস্টার শুভ।
শিক্ষকদের ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা।