পোড়া চিনির পানি মিশছে কর্ণফুলীতে

চিনিকলে পোড়া চিনি–মিশ্রিত পানি কর্ণফুলী নদীর পানিতে গিয়ে মিশছে। ফলে সেই এলাকায় নদীর পানি ধারণ করেছে কালচে বর্ণ। কারখানার আশপাশের রাস্তাঘাটে জমে আছে পোড়া চিনির পানি। পুরো এলাকায় পোড়া চিনির তীব্র গন্ধ। এ চিত্র চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর ও আশপাশের এলাকার। গতকাল সোমবার এস আলম সুগার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। গুদামের ভেতরে আজ মঙ্গলবারও আগুনও জ্বলছিল। ইছানগর ও আশপাশের এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ

চিনির গুদামের আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তাদের সঙ্গে ছিল বিমান, নৌ ও সেনাবাহিনীর দলও। আগুন নেভাতে যে পানি ছিটানো হয়েছে, সেই পানি এসে পড়ছে কর্ণফুলী নদীতে। তবে এই পানির সঙ্গে এখন মিশে গেছে পোড়া চিনি। কারখানার পাশেই কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটের পানি এখন কালচে বর্ণ ধারণ করেছে।
চিনির গুদামের আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তাদের সঙ্গে ছিল বিমান, নৌ ও সেনাবাহিনীর দলও। আগুন নেভাতে যে পানি ছিটানো হয়েছে, সেই পানি এসে পড়ছে কর্ণফুলী নদীতে। তবে এই পানির সঙ্গে এখন মিশে গেছে পোড়া চিনি। কারখানার পাশেই কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটের পানি এখন কালচে বর্ণ ধারণ করেছে।
নালা দিয়ে পোড়া চিনি–মিশ্রিত পানি এসে পড়ছে কর্ণফুলীতে
নদীর পানিতে পোড়া চিনির পানি মিশে কোথাও আবার লালচে বর্ণ ধারণ করেছে
নদীর পানিতে ভাসছে পোড়া চিনি। পানিতে তৈরি হয়েছে ফেনা
গুদামের ভেতরে জ্বলছে আগুন
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টা
আগুন লাগা গুদামের টিনের চালে পানি ছিটানো হচ্ছে
সড়কেও ছড়িয়ে পড়েছে দুর্গন্ধযুক্ত পানি।
বাংলাবাজার ঘাটের বিশাল এলাকাজুড়ে এখন পোড়া চিনি–মিশ্রিত কালো পানি।
পোড়া চিনি–মিশ্রিত পানি জমে আছে কারখানার ভেতরে।
পোড়া চিনির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন ফায়ার সার্ভিসের এক কর্মী।
কারখানার ভেতরে জমে থাকা পানি ধারণ করেছে কুচকুচে কালো বর্ণ।