চিনিকলে পোড়া চিনি–মিশ্রিত পানি কর্ণফুলী নদীর পানিতে গিয়ে মিশছে। ফলে সেই এলাকায় নদীর পানি ধারণ করেছে কালচে বর্ণ। কারখানার আশপাশের রাস্তাঘাটে জমে আছে পোড়া চিনির পানি। পুরো এলাকায় পোড়া চিনির তীব্র গন্ধ। এ চিত্র চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর ও আশপাশের এলাকার। গতকাল সোমবার এস আলম সুগার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। গুদামের ভেতরে আজ মঙ্গলবারও আগুনও জ্বলছিল। ইছানগর ও আশপাশের এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ।