ট্রেনে শিডিউল বিপর্যয়ে যাত্রীদের দুর্ভোগ

গাজীপুরে জয়দেবপুর রেল জংশনে তেল ও যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর এখনো স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই লাইনের ঢাকা-জয়দেবপুর রেলপথের একটি দিয়ে ট্রেন চলছে। গতকাল শুক্রবারের এ দুর্ঘটনার প্রভাবে রেলে চলছে শিডিউল বিপর্যয়। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পথের যাত্রীরা। যাত্রীদের দুর্ভোগ নিয়ে ছবির এ গল্প।

সকাল আটটায় কমলাপুর স্টেশনে এসেছেন তাঁরা। সকাল ৯টায় এ স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বেলা দুইটা পর্যন্ত ট্রেন আসেনি
ছবি: শুভ্র কান্তি দাশ
নির্ধারিত সময়ে আসেনি ট্রেন। অযাচিত এ অবসরে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে বসে গান গেয়ে সময় পার করছেন এক যাত্রী
ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীরা। কমলাপুর রেলস্টেশন
পর্যটক এক্সপ্রেসের যাত্রী তাঁরা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আসেনি ট্রেন। চট্টগ্রাম রেলস্টেশন
ট্রেনের জন্য অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত যাত্রীরা যে যাঁর মতো সময় পার করার চেষ্টা করছেন। চট্টগ্রাম রেলস্টেশন
ট্রেন আসেনি, তাই বিছানা পেতে ঘুমাচ্ছেন রেলের এই কর্মচারী। চট্টগ্রাম রেলস্টেশন
দীর্ঘ অপেক্ষার পরও আসেনি ট্রেন। তাই স্টেশন থেকে ফিরে যাচ্ছেন এক নারী যাত্রী। চট্টগ্রাম রেলস্টেশন
ট্রেনের জন্য অপেক্ষায় থেকে থেকে ব্যাগে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছেন তিনি। রাজশাহী রেলস্টেশনে
ঘণ্টার পর ঘণ্টা যায়, কিন্তু ট্রেন আসার অপেক্ষা আর ফুরোয় না। রাজশাহী রেলস্টেশন
ট্রেন না আসায় মায়ের সঙ্গে আসা শিশুটি পুতুল নিয়ে খেলছে
জয়দেবপুর জংশনে ট্রেনের জন্য যাত্রীদের অপেক্ষা