প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জিন্দা পার্ক

অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জিন্দা পার্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত পার্কটিতে আছে বিচিত্র বৃক্ষরাজি, জলাধারসহ পর্যটকদের আকর্ষণ করার নানা আয়োজন। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে অনেকেই ছুটে আসেন এখানে। ঈদের ছুটিতে গত শুক্রবার পরিবার নিয়ে পার্কে বেড়াতে এসেছেন অনেকে।

কাঠের পাটাতন আর প্লাস্টিকের ড্রাম দিয়ে বানানো হয়েছে ভাসমান সেতু।
কাঠের পাটাতন আর প্লাস্টিকের ড্রাম দিয়ে বানানো হয়েছে ভাসমান সেতু।
চমৎকার স্থাপত্যশৈলীতে বানানো পাঠাগার।
দল বেঁধে বেড়াতে এসে সেলফি।
পরিবার নিয়ে ঘুরতে এসে ছবি তুলছেন এক নারী।
বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা ঘুরে দেখছেন দর্শনার্থীরা।
পার্কের মসজিদে নামাজ পড়ছেন মুসল্লিরা।
গাছের ওপর ‘ট্রি হাউস’।
পানি ও প্রকৃতির মাঝে পরিবার নিয়ে স্বস্তির আড্ডা।
ভাসমান সেতুর ওপর ছবি তুলছে এক পরিবার।
পার্কে রয়েছে হরেক রকম জিনিসের দোকান। কুটিরশিল্পের জিনিসপত্রই বেশি।
মা-বাবার সঙ্গে ছোট্ট শিশুও ঘুরতে এসেছে।
পার্কে রয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা।