নৌপথে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বালু আসে। সেই বালু খালাস করার কাজ করেন শ্রমিকেরা। নৌকা বা নৌযান থেকে মাথায় করে বালু ট্রাকে তোলার এই কাজ চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পুরুষদের সঙ্গে সমানতালে নারী শ্রমিকেরাও বালু তোলার কাজ করেন। নৌকা থেকে এক টুকরি বালু ট্রাকে তোলার জন্য একজন শ্রমিক দুই টাকা মজুরি পান। সারা দিন বালু তোলার কাজ করে একজন শ্রমিক ৫০০ থেকে ৬০০ টাকা আয় করতে পারেন। সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকার নিচে অবস্থিত বালুঘাটে।