বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে সিলেট নগরের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়সের ছেলে–মেয়েরা এসব গ্রাফিতি আঁকছেন। রংতুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তাঁরা। ছবিগুলো আজ শনিবার সিলেট নগরের পুলিশ লাইনস, রিকাবীবাজার ও মিরের ময়দান সড়ক থেকে তোলা।