সিলেটে শিক্ষার্থীদের দেয়ালচিত্র

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে সিলেট নগরের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়সের ছেলে–মেয়েরা এসব গ্রাফিতি আঁকছেন। রংতুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তাঁরা। ছবিগুলো আজ শনিবার সিলেট নগরের পুলিশ লাইনস, রিকাবীবাজার ও মিরের ময়দান সড়ক থেকে তোলা।

নতুনভাবে রংতুলিতে আঁকা হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনকে উপজীব্য করে নানা চিত্রকর্ম।
নতুনভাবে রংতুলিতে আঁকা হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনকে উপজীব্য করে নানা চিত্রকর্ম।
বাংলাদেশের মানচিত্র এঁকেছেন তাঁরা।
বাংলাদেশের মানচিত্র এঁকেছেন তাঁরা।
গ্রাফিতি আঁকায় অংশ নিচ্ছেন সব বয়সের ছেলে-মেয়েরা।
গ্রাফিতি আঁকায় অংশ নিচ্ছেন সব বয়সের ছেলে-মেয়েরা।
দেয়ালে আঁকা চিত্রকর্ম দেখছেন এক রিকশাচালক।
এমন নানা লেখায় রঙিন হয়ে উঠেছে দেয়াল।
‘ধর্ম যার যার দেশ সবার’ ধর্মীয় সম্প্রীতির এই বার্তা দেয়ালে লেখা।
পুরো এলাকার দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি।
আপনমনে চিত্রকর্ম ফুটিয়ে তুলছেন এক শিক্ষার্থী।
তিন দিন ধরে দেয়ালে দেয়ালে বিভিন্ন স্লোগান ও গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা।
দেয়ালে লেখার নিচে শুয়ে আছেন একজন।
চলতি পথে চোখ রাখছেন দেয়ালের চিত্রকর্মে।
জুলাই মাসজুড়ে আন্দোলন চলেছে। একপর্যায়ে ছাত্র-জনতার দাবি হয়ে ওঠে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন। শেখ হাসিনার দেশত্যাগের পর ওই দিনটিকে ৩৬ জুলাই, স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করছেন আন্দোলনকারীরা।