কোরবানির পর বাছুর বিক্রি

কোরবানি ঈদের পর গরুর হাট ভরে গেছে নানা জাতের বাছুরে। ক্রেতা-বিক্রেতারা ব্যস্ত এসব বাছুর কেনাবেচায়। হাট থেকে কেনা এসব বাছুর লালন–পালন করে আগামী কোরবানির ঈদে বিক্রির উপযোগী করা হবে। জাত ও আকারভেদে একেকটি বাছুর বিক্রি হচ্ছে ৫০ হাজার থেকে ১ লাখ টাকায়। শুক্রবার পাবনার আরিফপুর হাজির হাটে বাছুরের ছবি নিয়ে এই ছবির গল্প।

বাছুর কেনার পর একসঙ্গে বেঁধে রেখেছেন ব্যাপারীরা।
হাটে বিক্রি হওয়া এসব বাছুর বড় করে আগামী কোরবানির ঈদে আসবে বিক্রির জন্য।
হাটে এসে গৃহস্থের হাতে ঘাস খাচ্ছে বাছুরটি।
দেখতে বড় গরু মনে হলেও এগুলো শাহিওয়াল জাতে বাছুর, দাম লাখের আশপাশে।
বিদেশি বা ক্রস জাতের বাছুর।
দেশি জাতের বাছুরের সংখ্যা ছিল বেশি।
হাটে উঠেছিল নানা জাতের বাছুর।
ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে।
ঈদের পর প্রথম হাট ছিল গরুর বাছুরে ভরপুর।
বাছুরের লেজ ধরে দেখছেন একজন ক্রেতা।