কোরবানি ঈদের পর গরুর হাট ভরে গেছে নানা জাতের বাছুরে। ক্রেতা-বিক্রেতারা ব্যস্ত এসব বাছুর কেনাবেচায়। হাট থেকে কেনা এসব বাছুর লালন–পালন করে আগামী কোরবানির ঈদে বিক্রির উপযোগী করা হবে। জাত ও আকারভেদে একেকটি বাছুর বিক্রি হচ্ছে ৫০ হাজার থেকে ১ লাখ টাকায়। শুক্রবার পাবনার আরিফপুর হাজির হাটে বাছুরের ছবি নিয়ে এই ছবির গল্প।