প্রকৃতিতে হেমন্ত থেকে শীতের কাকডাকা ভোরে শিশিরবিন্দুর দেখা মেলে। ধানের শিষ কিংবা ফুল-ফলের পাতায় হেমন্তের শুরু থেকেই শিশিরবিন্দু জমতে শুরু করে। সবুজ মাঠের ঘাসে কিংবা ফুলের পাপড়ি-ডগায় শিশিরবিন্দুর এমন দৃশ্য দেখা যায় পুরো শীত মৌসুমে। ধানখেত কিংবা গাছের ডালে নান্দনিকরূপে জাল বোনে মাকড়সা। সেই জালে মুক্তোদানার মতো আটকে থাকে ভোরের শিশির। শীতের সকালে গ্রামবাংলার মাঠঘাটে চোখ রাখলেই এমন দৃশ্যের দেখা মেলে। শিশিরবিন্দুর ছবিগুলো রোববার সকালে সিলেট সদরের ঘোপাল গ্রাম থেকে তোলা।