কী সুন্দর সোনালু

এখন সময় সোনালু ফুলের। মাঠঘাট ও পথের ধারে গাছে গাছে সোনালি আভায় ফুটেছে সোনালু। সবুজ পাতা ঢেকে সোনারঙা ফুলে সেজেছে সোনালুগাছ। সিলেট নগরের শাহি ঈদগাহ প্রাঙ্গণের গাছগুলোতে ফুটেছে সোনালু ফুল। সেই ফুলের সৌন্দর্য নিয়ে এবারের ছবির গল্প।

গাছে ফুটেছে সোনালু। আছে ঝরে পড়া সোনালু ফুলও।
গাছে ফুটেছে সোনালু। আছে ঝরে পড়া সোনালু ফুলও।
সোনালুগাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন দুজন।
গাছে সবুজ পাতার চেয়ে ফুলই বেশি।
ফুলে ফুলে ছেয়ে গেছে গাছ।
পথে পড়ে আছে ঝরা সোনালু ফুল।  
ঝুমকো সোনালু।
সোনালুর ডালে বসে আছে পাখিটি।
সোনালু ফুলে ভ্রমরের আনাগোনা
পুকুরপাড়ে সোনালুগাছ।
পুকুরে ভাসছে সোনালু ফুল।