কখনো থেমে থেমে, কখনো–বা অঝোরে—দিনভর বৃষ্টি হয়েছে ঢাকায়। এই বৃষ্টি উপভোগ করেছেন অনেকেই। অনেককে আবার জীবিকার তাগিদে নামতে হয়েছে রাস্তায়। বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকার বৃষ্টির চিত্র নিয়ে এই ছবির গল্প।
বৃষ্টিতে ভিজে রিকশায় বাড়ি ফিরছে দুই শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়রিকশাচালককে বৃষ্টির পানি থেকে বাঁচাতে ছাতা ধরে আছেন আরোহী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাঝুম বৃষ্টির মধ্যেই মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ভ্যানচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকারেইনকোটে শরীর মুড়িয়ে রিকশা চালাচ্ছেন চালক। আরোহী উপভোগ করছেন বৃষ্টি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাবৃষ্টির মধ্যে শিশুকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছেন এক অভিভাবক। ফার্মগেট এলাকায়জীবিকার তাগিদে রাস্তায় নামতে হয়েছে অনেককে। মোহাম্মদপুর এলাকায়পানি জমেছে সড়কে। দুর্ভোগে চলাচলকারীরা। বকশীবাজার এলাকায়বৃষ্টির পানিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বংশালের আলুবাজার এলাকায়রাস্তায় জমে যাওয়া পানির মধ্য দিয়েই হুইলচেয়ারে এক শিশুকে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সাভারের সিআরপি এলাকায়