দেবী দুর্গার বিদায়ের সুরের মধ্য দিয়ে শুরু হয় সিঁদুর উৎসব। মণ্ডপে বাজে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনি। বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। বিজয়া দশমীতে সিঁদুর ও আবির খেলায় মেতে ওঠেন বিভিন্ন বয়সী নারীরা। দেবী দুর্গা বিদায় নিচ্ছেন। দুর্গাপূজার মণ্ডপগুলোয় একদিকে বিসর্জনের বিষাদ, অন্যদিকে সিঁদুর খেলার আনন্দ। ফলে আনন্দ-বিষাদে ভরে ওঠে ভক্তদের অন্তর। আজ মঙ্গলবার সারা দেশের বিভিন্ন মণ্ডপের কিছু চিত্র দিয়ে ছবির গল্প।