দুর্গার বিদায়ে সিঁদুর উৎসব

দেবী দুর্গার বিদায়ের সুরের মধ্য দিয়ে শুরু হয় সিঁদুর উৎসব। মণ্ডপে বাজে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনি। বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। বিজয়া দশমীতে সিঁদুর ও আবির খেলায় মেতে ওঠেন বিভিন্ন বয়সী নারীরা। দেবী দুর্গা বিদায় নিচ্ছেন। দুর্গাপূজার মণ্ডপগুলোয় একদিকে বিসর্জনের বিষাদ, অন্যদিকে সিঁদুর খেলার আনন্দ। ফলে আনন্দ-বিষাদে ভরে ওঠে ভক্তদের অন্তর। আজ মঙ্গলবার সারা দেশের বিভিন্ন মণ্ডপের কিছু চিত্র দিয়ে ছবির গল্প।

দেবী দুর্গাকে সিঁদুর, ফুল ও তেল দিতে এসেছেন অনেকে। জেম সেন হল, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
আবির খেলায় মেতে উঠেছেন তরুণীরা। জেম সেন হল, চট্টগ্রাম
মুখে আবির মেখে দিচ্ছেন বিবাহিত নারীরা। জেম সেন হল, চট্টগ্রাম
নেচেগেয়ে বিজয়া দশমী উদ্‌যাপন। জেম সেন হল, চট্টগ্রাম
দেবীর বিদায়ের আগে জীবনকে রাঙিয়ে তোলার প্রত্যয়ে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা। মন্দিরে সেলফি তুলছেন ভক্তরা। চেলোপাড়া সর্বজনীন কালীমন্দির, বগুড়া
বিসর্জনের দিন সকালে মণ্ডপে এসে অপরাজিত সুতা নিতে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা। চেলোপাড়া নববৃন্দাবন হরিবাসর মন্দির, বগুড়া
মণ্ডপে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেন। চেলোপাড়া নববৃন্দাবন হরিবাসর মন্দির, বগুড়া
বিজয়া দশমীতে সিঁদুর খেলা শেষে নাচে–গানে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। তালতলা এলাকার করুণাময়ী কালীবাড়ি মন্দির, রংপুর
বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মত্ত হিন্দুধর্মাবলম্বী নারীরা। তালতলা এলাকার করুণাময়ী কালীবাড়ি মন্দির, রংপুর
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীর সকালে সিঁদুর খেলার দেখা মেলে। সিলেট রামকৃষ্ণ মিশন
বিজয়া দশমীর সকালে সিঁদুর খেলার দেখা মেলে। সিলেট রামকৃষ্ণ মিশনে সিঁদুর খেলায় মেতেছেন ভক্তরা
মণ্ডপে সিঁদুর খেলায় মেতেছেন নারী ভক্তরা। খামারবাড়ি পূজামণ্ডপ, ঢাকা